[caption id="attachment_1265" align="aligncenter" width="960"]

তিনটি ক্যামেরা পাশাপাশি থাকবে এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকবে যা এন্টেনা লাইনের নিচে থাকবে। ক্যামেরা তিনটি ফোনের মাঝামাঝি রাখা হয়েছে। তবে ফোনটি নিয়ে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটির পেছনে রয়েছে যা ফ্ল্যাশ থেকে একটু নিচে অবস্থিত। ফোনটির পেছনের অংশের ডিজাইন সুন্দর হলেও ফোনটি নিয়ে এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো ছবি বা স্পেসিফিকেশন পাওয়া যায়নি। তবে, কিছু সূত্র দাবী করেছে যে, ৩৬০ এন৭ ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট থাকবে। তবে, আরেকটি সূত্র দাবী করেছে যে, ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি৬০ এর চিপসেট থাকবে। এছাড়া ফোনটিতে ৬ জিবি র্যাম।
তিন ক্যামেরার স্মার্টফোন ফ্লাগশিপ স্মার্টফোনের জন্য আদর্শ হলেও ৩৬০ এন৭ ফোনটি মিড-বাজেটের হতে পারে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুনঃ নকিয়া এক্স৬ এর দাম, ফাঁস হয়ে যাওয়া ছবি, ডিজাইন ও স্পেসিফিকেশন
অপ্পো এ৩ নিয়ে আসছে ৬.২ ইঞ্চির বিশাল ডিসপ্লে, থাকছে Notch - স্পেসিফিকেশন ও ছবি
0 Comments