Best Seller Books

শাওমির পরবর্তী স্মার্টফোনে থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিচার প্রযুক্তি

শাওমির পরবর্তী মোবাইল এম.আই ৮ -এ থাকতে পারে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা নিয়ে অনলাইনে প্রচুর আলোচনা হচ্ছে। গত দুইদিন আগে ইউটিউবে একটি ভিডিও পাবলিশ হয়েছে, যেখানে এই বিষয়টি ফাস হয়েছে।

https://youtu.be/P2W9rghBfTM

ভিডিওটি অনেক স্বপ্ল দৈর্ঘ্যের, তাই এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। তবে, অনেক প্রযুক্তিবিধের মতে, এটা সত্যি ঘটানা। তাই, আমরাও এটিকে ৬০% সত্য ধরে নিচ্ছি।
এম.আই ৮ (MI 8) গতবছর রিলিজ হওয়া এম.আই ৬ এর পরবর্তী সংস্করণ হতে পারে। তবে বিষয়টি এখনো সম্পুর্ন নিশ্চিত হয়ে। কারন, এ নিয়ে অফিশিয়ালি কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এছাড়া ফোনটিতে আরও কিছু সারপ্রাইজ ফিচার থাকতে পারে। যেমনঃ থ্রিডি ফেসিয়াল রিকগনিশন আনলকিং প্রযুক্তি, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এবং সেইসাথে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে যেটি ওয়্যারলেস প্রযুক্তিতে চার্জ করা যাবে।

আরও পড়ুনঃ
Huawei Y7 Pro (2018) Full Specification, Price in Bangladesh
আসছে শাওমির নতুন স্মার্টফোন সিরিজ 'S' এর প্রথম ফোন শাওমি এস২

Post a Comment

0 Comments