Specification, Symphony

Symphony P11 Full Specification, Features and BD Price [Bangla]

Symphony P11 BD Price

Symphony P11

সিম্ফোনি পি১১ (Symphony P11) ৫.৭ ও ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের অসাধারন একটি ফোন। ফোনটি মিড বাজেটের একটি স্মার্টফোন। মোবাইলটি ৪জি নেটওয়ার্ক সাপোর্টেড। ফোনটি রান হচ্ছে এন্ড্রয়েড নগাট ভার্শনে। অসাধারন ফটোগ্রাফির জন্য থাকছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।

সিম্ফোনি পি ১১ ফিচারসমূহ

ব্র্যান্ড  সিম্ফোনি (Symphony)
মডেল  সিম্ফোনি পি ১১(Symphony P11)
ডিভাইসের ধরণএন্ড্রয়েড স্মার্টফোন
অপারেটিং সিস্টেম   অ্যন্ড্রোয়েড নগাট ৭..০
সি.পি.ইউ   ১.৩ গিগাহার্জ ৬৪ বিট কোয়াড কোর
ক্যামেরা   প্রাইমারীঃ ডুয়াল ১৩ মেগাপিক্সেল
সেকেন্ডারীঃ ৮ মেগাপিক্সেল
মেমোরি   ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম, ইক্সটারনাল মেমোরি ৬৪ জিবি পর্যন্ত সাপোর্টেড
ডিসপ্লে   ৫.৭ ইঞ্জি এইচডি + ২.৫ডি আই.পি.এস ডিসপ্লে
ব্যাটারী  ৪০০০ মিমিঅ্যাম্পিয়ার
সিম  ডুয়াল সিম (ন্যানো)
ওজন   ১৬০.৫ গ্রাম
মূল্য১৩,৯৯০৳

আরও পড়ুনঃ Xiaomi Mi Mix 2s BD Price & Specification

Symphony P11 Full Specification in Bangla

Symphony P11 Full Specification

টেকনিক্যাল স্পেসিফিকেশন বর্ণনা

বডি ডিজাইন এন্ড ডাইমেনসন

ডাইমেনসন১৫৪*৭৩.৫*৮.৪ মিলিমিটার
দৈর্ঘ্য১৫৪ মিলিমিটার
ব্রডনেস৭৩.৫ মিলিমিটার
থিকনেস৮.৪ মিলিমিটার
ওজন১৬০.৫ গ্রাম
গ্যাজেট বডি কালারগোল্ড, ডার্ক-ব্লু, মেট-ব্লাক

ডিসপ্লে এন্ড স্ক্রিন

ডিসপ্লে টাইপ৫.৭ ইঞ্জি, ফুল ভিশন এইচডি + ২.৫ডি আই.পি.এস ডিসপ্লে
ডিসপ্লে সাইজ৫.৭ ইঞ্চি
রেজুলেশনHD+
ডিসপ্লে কালার১৬ এম কালারস্‌
টাচ স্ক্রিন

ক্যামেরা এন্ড ফিচারস

ক্যামেরা সংখ্যা২টি ক্যামেরা
প্রাইমারী ক্যামেরাডুয়াল ১৩ মেগাপিক্সেল, f/2.2
সেকেন্ডারী ক্যামেরা৮ মেগাপিক্সেল f/2.0
ক্যামেরা ফিচারবুকেহ মুড, ফেস বিউটি, এসএলও-এমও, টাইম ল্যাপ্স, ওয়াটারমার্ক, প্রফেশনাল মুড, এইচডিআর, প্যানারোমা, জিইও ট্যাগিং
ফুল এইচডি রেকর্ডিং
এইচডি রেকর্ডিং
অটো ফোকাস☑(মেইন ক্যামেরা)
ফ্ল্যাশ টাইপডুয়াল ফ্ল্যাশ

হার্ডওয়্যার প্যারামিটার এবং মেমোরী

চিপসেট১.৩ গিগাহার্জ ৬৪ বিট কোয়াড কোর
সিপিইউ১.৩ গিগাহার্জ কোয়াড কোর, ৬৪ বিট
কোর সংখ্যা৪ টি
সিপিইউ বিট৬৪ বিট
গ্রাফিক্স প্রসেসিংএ.আর.এম মালি-টি ৭২০
র‍্যাম৩ জিবি
ইন্টারনাল স্টোরেজ৩২ জিবি
এক্সপান্ডেবল মেমোরী৩২ জিবি
কার্ড স্লট
ইনপুট টাইপটাচস্ক্রিন

নেটওয়ার্ক এবং সেলুলার

নেটওয়ার্ক টেকনোলোজিGSM / WCDMA / LTE FDD
2G সাপোর্ট
3G সাপোর্ট
4G সাপোর্ট
2G নেটওয়ার্ক ব্যান্ডGSM 900/1800
3G নেটওয়ার্ক ব্যান্ডWCDMA 2100
4G নেটওয়ার্ক ব্যান্ডLTE FDD (Band1/Band3)
সিম কার্ড টাইপন্যানো সিম কার্ড
সিম কার্ড সংখ্যা২টি
ডুয়াল সিম সাপোর্ট

সফটওয়্যার এবং প্লাটফর্ম

অপারেটিং সিস্টেমএন্ড্রোয়েড
জাভা –
সোস্যাল নেটওয়ার্ক
ভিডিও শেয়ারিং ইউটিউব
মাইক্রব্লগিং (টুইটার)
প্রি ইন্সটল এ্যাপস্‌
ক্যালেন্ডার্‌
ক্লক অ্যালার্ম
ফোনবুক

মাল্টিমিডিয়া ফিচারস (অডিও, ভিডিও এবং ইমেজ)

সাপোর্টেড অডিও+ভিডিও ফরমেটMP3, WAV,AAC, MPEG4,H.263,H.264,WMV, 3GP etc.
এফএম রেডিও
অ্যালার্ট টাইপ(ভাইব্রেশন, এমপিথ্রি রিংটোন)
সাপোর্ট মিউজিক প্লেয়ার
সাপোর্ট ভিডিও প্লেয়ার
সাউন্ডএইচডি কোয়ালিটি
লাউডস্পিকার
অডিও আউটপুট
৩.৫ এমএম অডিও জ্যাক

ওয়্যারলেস কানেকটিভিট

ডাটা সার্ভিস২জি, ৩জি, ৪জি
ওয়াইফাই
ইউএসবি টাইপ এবং ভার্সনভার্শন ২.০
ব্লুটুথভার্শন ৪
ওটিজি
ওয়্যারলেস চার্জিং টেকনোলোজি –

ব্যাটারী এবং পাওয়ার

ব্যাটারী প্যাটার্নলি-পলিমার (Li-Polymer)
ক্যাপাসিটি৪০০০ মিলিঅ্যাম্পিয়ার
ব্যাটারী ফিক্সিংরিমোভেবল
ওয়্যারলেস চার্জিংনাই
ফাস্ট ব্যাটারী চার্জিংনাই
স্ট্যান্ড বাই সময়২০০ ঘন্টা (ফোন সেটিংস্‌ এবং নেটওয়ার্কের উপর নির্ভরশীল)
টক টাইম১২ ঘন্টা (ফোন সেটিংস্‌ এবং নেটওয়ার্কের উপর নির্ভরশীল)
চার্জিং সময় –

বক্স আইটেম

 1. হ্যান্ডসেট
 2. ইউএসবি ক্যাবল
 3. চার্জার
 4. ইউজার গাইড
 5. ওয়ারেন্টি কার্ড
 6. হেডসেট

4 Comments

 1. Mahib

  Ami 14 February 2018 Te Jamalpur Costomer Care Thekf Kinsi .Valo Na . Gorom Hoya Jai Oti Taratari . RAM Ashole 2.8 GB . Memory 24 GB . Kintu Dekhai RAM 3 GB . Memory 32 GB.Charg Valo Jai Na Jodi o 4000 mAh .Bishas Na Hole ” My Android ” App Dia Dakhon ,ashol Dam 3000 Taka Bangladeshe A .Kinle Thokben 100 % .Ar Theke Samsung , Hawai ,okpia ,xaomi Othoba Onano Phon Kina Valo Silo .Akhon Postai Tasi . Aro Jante -fb.Com/ Mikaial Islam Mahib .
  Cell No: 01718066353 .

  Mohiramkul , Melandha , Jamalpur .

 2. mahedi

  যশরে কি পাওয়া যাবে

Leave a Reply

All Rights Reserved